নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৫ জুলাই, ২০২০

নবাবগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেনতনতা’ শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে গতকাল মঙ্গলবার দুপুরে পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। এতে কর্মদক্ষতা অর্জন, বৈদেশিক ভাষা শিক্ষা গ্রহন, সরকারি নিবন্ধন নিশ্চিতকরণ, কাগজপত্র জেনে বুঝে বৈধভাবে বিদেশ যাওয়াসহ নিরাপদ অভিবাসনের উপায় নিয়ে আলোচনা করা হয়।

নবাবগঞ্জ ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইয়াসমিন আক্তার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close