চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ২৩ মে, ২০২৪

চৌদ্দগ্রামে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সামছুদ্দিন 

ছবি: প্রতিদিনের সংবাদ

কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষক সামছুদ্দিন আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক। বুধবার (২২ মে) বিকেলে শিক্ষক সামছুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

জানা গেছে, চৌদ্দগ্রামে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১৬টি ক্যাটাগোরীতে এবার বিভিন্ন স্কুল, কলেজ মাদরাসার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ছাত্র-ছাত্রীদের নির্বাচিত করা হয়। এরই ধারাহিকতায় এবার শিক্ষক সামছুদ্দিন আহমেদকে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।

শিক্ষক সামছুদ্দিন আহমেদ বলেন, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। মানুষের ভালোবাসায় আজকে আমি এই গৌরব অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে আশা করি আমার যত মেধা ও শ্রম আছে শিক্ষার্থীদের মাঝে সব বিলিয়ে দিব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম,শিক্ষক সামছুদ্দিন,জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close