প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

border

০১

আমি সরকারী বিজ্ঞাপনের মূল্য তালিকা কিভাবে পেতে পারি ?
সরকারী বিজ্ঞাপনের মূল্য তালিকা পেতে ত্তয়েবসাইটের সর্বশেষ ট্যাব “বিজ্ঞাপন”এ প্রবেশ করুন অতঃপর ফরম গ্যালারি থেকে সরকারী বিজ্ঞাপনের মূল্য তালিকা ফাইলটি ডাউনলোড করুন।

০২

আমি বেসরকারী বিজ্ঞাপনের মূল্য তালিকা কিভাবে পেতে পারি ?
বেসরকারী বিজ্ঞাপনের মূল্য তালিকা পেতে ত্তয়েবসাইটের সর্বশেষ ট্যাব “বিজ্ঞাপন” এ প্রবেশ করুন অতঃপর মূল্য তালিকায় প্রবেশ করুন এবং বিজ্ঞাপনের মূল্য তালিকা ফাইলটি ডাউনলোড করুন ।

০৩

আমি বিজ্ঞাপন কিভাবে পাঠাবো?
•   আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি বুকিং এর জন্য বিজ্ঞাপন বিভাগ: ০১৮৪৪-১৬৮৫৭৮ এই নাম্বারে ফোন দিয়ে নিশ্চিত করুন।
•   বিজ্ঞাপনটি মেইল করতে অবশ্যই মেইলে এর সাবজেক্ট এ AD লিখুন এবং এই ই-মেইল আইডিতে পাঠিয়ে দিন [email protected]
•   যে বিজ্ঞাপনের খসড়া পাঠাবেন সেই বিজ্ঞাপনটির পাতার নিম্নে অবশ্যই আপনার নাম ও ফোন নাম্বার এবং উপজেলা / জেলা (যে এলাকা থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন সেই এলাকার নাম) উল্লেখ করুন।
•   সরকারী/ বেসরকারী/ অন্যান্য বিজ্ঞাপনের ক্ষেত্রে যথারীতি উপরোল্লিখিত নিয়মগুলো অনুসরণ করুন এবং অবশ্যই বিজ্ঞাপনটির আদেশপত্র সহকারে মেইল করুন।

আপনাদের অবশ্যই যা করণীয়
√   বিকাশ পেমেন্ট নাম্বার : ০১৬৭৮-৪৪০৬১০ আপনার মোবাইলে সেভ রাখুন।
√   কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার মোবাইলে সেভ রাখুন।
√   [email protected]- ই-মেইল অ্যাড্রেসটি আপনার মোবাইলে সেভ রাখুন।
√   আপনার ই-মেইল অ্যাড্রেসবুকে আমাদের [email protected]-এ ই-মেইল অ্যাড্রেসটি অ্যাড করে রাখুন।
√   আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন এবং কত টাকা পাঠাবেন সেটার রেকর্ড রাখুন।
√   আপনার বিজ্ঞাপনটি অবশ্যই সন্ধ্যা ৭.৩০ মিনিটের মধ্যে পাঠাবেন।
√   শুধু মাত্র সরকারি বিজ্ঞাপন এবং যদি তা খুব জরুরী হয় তাহলে আপনার বিজ্ঞাপনটি বিজ্ঞাপন বিভাগের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দিন। আর যদি বিজ্ঞাপনের প্রকাশের সময় থাকে তাহলে পরের দিন প্রকাশিত হবে।
√   বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ই-মেইল অ্যাড্রেস জানার জন্য ফোন দিয়ে আপনার এবং প্রতিষ্ঠানের কর্মরত ব্যাক্তির সময় ও অর্থ অপচয় করবেন না।

০৪

বিজ্ঞাপনের টাকা কিভাবে পরিশোধ করব?
আপনার বিজ্ঞাপনের টাকা ক্যাশ, বিকাশ পেমেন্ট অথবা চেকের মাধ্যমে পাঠাতে পারেন।

০৫

শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের টাকা কিভাবে এবং কোন নাম্বারে পরিশোধ করব?
শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিজ্ঞাপন প্রকাশের পূর্বেই টাকা পরিশোধ করতে হবে। এবং উক্ত টাকা অফিসের বিকাশ পেমেন্ট নাম্বারে: ০১৬৭৮-৪৪০৬১০ (যা পত্রিকার পেছনে দেওয়া আছে) পাঠাবেন।
bkash
বিকাশ পেমেন্টের নির্দেশনা

√   বিকাশ অপশনে গিয়ে ৩ নম্বর অপশন ক্লিক করুন।
√   তারপর কাউন্টার নাম্বার ১ চাপুন।
√   পরবর্তী ধাপগুলো আপনি যেভাবে বিকাশ করতেন তদনুযায়ী বিকাশ করুন।
√   বিজ্ঞাপন হিসাব বিভাগ: ০১৮৪৪-১৬৮৫৭৮ এই নাম্বারে, আপনি যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটি SMS করে আপনার বিল পরিশোধ নিশ্চিত করুন।

*** উল্লেখ্য যে : ০১৭০৩-৯৯১৫৩২ এই নাম্বারটি আর ব্যবহার হচ্ছেনা। এই নাম্বারে টাকা পাঠালে বাতিল বলে গণ্য হবে। যদি অফিসের বিকাশ নাম্বার ছাড়া অন্য কারো পারসোনাল বিকাশ নাম্বারে পরিশোধ করেন তাহলে পরিশোধ বলে গণ্য হবেনা।

বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত শর্ত গুলো পালন না করলে বিজ্ঞাপনটি অপ্রকাশিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

০৬

যে বিজ্ঞাপনের জন্য আদেশপত্র (Workorder) নেই সে ক্ষেত্রে আমার কি করণীয় ?
শুভেচ্ছা/অন্যান্য বজ্ঞিাপন প্রকাশের অভ্যন্তরীণ ও অস্থায়ী আদেশ পত্র হিসেবে (INSERSION ORDER) এই কপিটি পূরন করে পাঠিয়ে দিন যার নমুনা কপিটি ফরম গ্যালারিতে দেওয়া আছে।

০৭

আমি আমার বিজ্ঞাপনের বিল কিভাবে জমা দেব?
আপনার বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে হলে আপনার বিজ্ঞাপনটি প্রকাশিত হওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে পেয়ে যাবেন। তবে আপনার বিজ্ঞাপন বিলটি কোন ঠিকানায় পাঠাতে হবে তা নিশ্চিত করুন।

০৮

আমি বিজ্ঞাপনের বিল আদায়ের জন্য সরকারী তথ্যমালা কিভাবে পেতে পারি ?
কোম্পানীর সরকারী তথ্যমালা তথা TIN,VAT,NID, TRADE LICENCENo. ইত্যাদি পেতে সরকারী তথ্যমালা ফাইলটি ডাউনলোড করুন যা ফরম গ্যালারিতে রয়েছে ।

০৯

বিজ্ঞাপনের বিল বাবদ চেক গ্রহণ করার পর আমার কি করণীয়?
সরকারী/ বেসরকারী/ অন্যান্য বিজ্ঞাপনের পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই কমিশন আবেদন ফরমটি (REQUISITION FORM FOR COMMISSION/AIT LETTER) আপনার সঙ্গে রাখুন এবং আপনি যখন চেকটি গ্রহণ করবেন তার একটি ফটোকপি আপনার কাছে রাখুন এবং কমিশন আবেদন ফরমটি পূরণ করে ই-মেইল/কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগে পাঠিয়ে বকেয়া পরিশোধ নিশ্চিত করুন।
বিজ্ঞাপন বিভাগে: ০১৮৪৪-১৬৮৫৭৮ ফোন দিয়ে অবহিত করুন। অন্যথায় আপনার প্রাপ্য কমিশন পেতে বিলম্ব/ বাতিল হলে অফিস দায়ী থাকবেনা।

১০

আমি কিভাবে AIT/VAT চালান কপি সংগ্রহ করবো ?
REQUISITION FORM FOR COMMISSION/AIT LETTER এই ফরমটি পূরণ করে ই-মেইল/কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগে পাঠিয়ে, আপনি অফিসে বিজ্ঞাপন বিভাগে ফোনদিয়ে AIT/VAT চালান কপি সংগ্রহের আবেদন পত্রটি বুঝেনিন।

১১

আমি বিজ্ঞাপন বিলের চেক কিভাবে পাঠাব?
বিজ্ঞাপনের চেকটি কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগে অফিসের ঠিকানায় পাঠিয়ে দিন। চেকটি অবশ্যই প্রতিদিনের সংবাদের নামে হতে হবে।

উল্লেখ্য, চেকটি যদি NON MICR হয় তবে চেকটি আপনার নিকটস্থ ডাচ্ বাংলা ব্যাংকের যে কোন শাখায় পত্রিকার একাউন্টে জমাদিন।

bac

১২

আমি বিজ্ঞাপনের কমিশন এর জন্য কিভাবে আবেদন করব ?
আপনাকে কমিশন আবেদন ফরম তথা এই (REQUISITION FORM FOR COMMISSION /AIT LETTER) ফরমটি পূরণ করে কমিশন আবেদন করতে হবে। অথবা, কমিশন নোট ফরমটি ফরম গ্যালারিতে রয়েছে যা আপনি নিজেই পূরণ করে পাঠিয়ে দিতে পারেন [email protected] এই ঠিকানায়। অতঃপর বিজ্ঞাপন বিভাগে: ০১৮৪৪-১৬৮৫৭৮ ফোন দিয়ে অবহিত করুন।

অন্যথায় আপনার প্রাপ্য কমিশন পেতে বিলম্ব/ বাতিল হলে অফিস দায়ী থাকবেনা।

১৩

আমি বিজ্ঞাপনের কমিশন আবেদন ফরম কিভাবে পেতে পারি ?
বিজ্ঞাপনের কমিশন আবেদন ফরমটি পেতে ত্তয়েবসাইটের সর্বশেষ ট্যাব “বিজ্ঞাপন” এ প্রবেশ করুন অতঃপর ফরম গ্যালারি থেকে কমিশন আবেদন ফরম ফাইলটি ডাউনলোড করুন।

১৪

আমি কিভাবে বিজ্ঞাপনের ফরমগুলো পূরন করবো তার কোন নমুনা কপি কি পেতে পারি ?
হ্যা। ফরম গ্যালারিতে আপনার কাক্ষিত ফাইল গুলো এর নমুনা কপি দেওয়া রয়েছে। উক্ত ফরম গুলো পূরণ করার নিয়মাবলী প্রয়োজন হলে দেখে নিন।

১৫

আমি বিজ্ঞাপনের কমিশন আবেদন এর পর কখন পাবো ?
আপনার প্রাপ্য কমিশন বিজ্ঞাপনের চেক ক্যাশ হওয়ার পর পাবেন। ক্যাশ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ক্যাশ হলে বিজ্ঞাপন হিসাব বিভাগ থেকে আপনাকে ফোন দেওয়া হবে।
address

১৬

আমার বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর পত্রিকা না পেলে কোন নাম্বারে যোগাযোগ করব ?
আপনার বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর পত্রিকা না পেলে এই ০১৭১১-৪২৫৪০৫ নাম্বারে যোগাযোগ করুন।

১৭

আমি প্রতিনিধি হতে চাই তাহলে আমার কি করণীয়?
আপনি মফস্বল বিভাগের (০১৬৭৮-৪৪০৬১১) সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার পেশায় কতুটুক অবদান রাখতে পারবেন তার বর্ণনা দিয়ে সহায়ক পত্র সহ আপনার জীবনবৃত্তান্ত [email protected] এই আইডিতে মেইল করতে করুন।

১৮

প্রতিনিধিদের আচরণবিধি গুলো কি কি?
প্রতিনিধিদের জন্য অবশ্যই পালনীয় বিষয়:
•  প্রতিষ্ঠানের অনুমতি ব্যাতিত প্রতিদিনের সংবাদের কোন শাখা অফিস খুলতে পারবে না
•  প্রতিষ্ঠানের অনুমতি ব্যাতিত কোন রকম আইডিকার্ড বা ভিজিটিং কার্ড করা যাবে না
close