উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২১ মে, ২০২৪

উল্লাপাড়ায় মনের টানে ভ্যানে করে ভোটকেন্দ্রে শহিদুল

মনের টানে ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে একা হাটাচলা করতে না পারা পঞ্চান্ন বছরের শহিদুল ইসলাম মনের টানে ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন।

মঙ্গলবার (২১ মে) দুপুরে হাটিকুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একটি অটো ভ্যানে করে তার স্ত্রী আছমা খাতুনকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন তিনি।

শহিদুল ইসলাম উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন পাড়া গ্রামের মৃত আছের উদ্দিনের ছেলে। শহিদুল ইসলাম প্রায় ছয় বছর আগে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর থেকে তিনি একা আর হাটাচলা করতে পারেন না। তিনি কৃষিকাজ করতেন।

শহিদুল ইসলাম প্রতিবেদককে বলেন, ‘তিনি মনের টানে ভোট দিতে নিজ এলাকার কেন্দ্রে এসেছেন।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close