কুষ্টিয়া প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবি

ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদ ও রুট বহালের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন করেছে নাগরিক কমিটি।

গতকাল শনিবার বেলা ১১টায় ভেড়ামারা রেল স্টেশনে হওয়া মানববন্ধনে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি এসএম মুসতানজিদ এবং ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই রুটে চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তন না করে চালু রাখার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, আগামী জুন মাস থেকে যশোর পদ্ম বিলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রেলসেবা চালু হওয়ায় ১ জুন খুলনা থেকে মিরপুর, ভেড়ামারা হয়ে সরাসরি ঢাকাগামী একমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেনটি এই রুটে চলাচল বন্ধের ঘোষণায় ফুঁেস উঠে ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার লাখো মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close