মৌলভীবাজার প্রতিনিধি
বড়লেখার ৫ চোরাই গরু নাসিরনগরে উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার সকালে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী এসব তথ্য জানান। এর আগে, গত বৃহস্পতিবার রাতে নাসিরনগরের কুন্ডা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গত শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিরনগরের হাবিবুর রহমান এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার দুলাল চৌধুরী।
পুলিশ জানায়, গত ১২ জুন রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পেনাগুল গ্রামের হারুন আহমদের ৩টি গরু এবং তার প্রতিবেশী মুসলিম উদ্দিনের ২টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৩ জুন) গরুর মালিক হারুন আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় মামলা করেন। পরে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর নির্দেশে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নাসিরনগরের কুন্ডা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি রাস্তার পাশ থেকে চুরি যাওয়া ৫টি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শনিবার সকালে বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী জানান, গ্রেপ্তার দুইজন আন্ত:জেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা সিলেটের বিভিন্ন এলাকায় গরু চুরি করেছে বলে স্বীকার করেছে। তাদের মধ্যে আবুলের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি ও খুনের মামলা রয়েছে।
"