দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, অবমুক্ত 

দীঘিনালায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী উদ্ধার শেষে পাহাড়ে অবমুক্ত করে বন বিভাগ। ছবি: প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার (২৬ মে) সকালে উপজেলার ইয়ারাংছড়ি বাজার সংলগ্ন গ্রাম থেকে এটি উদ্ধার করে বনবিভাগ।

পরবর্তীতে দীঘিনালার ভৈরফা-নাগিনী ছড়া এলাকার গহীনে স্বাভাবিক অবস্থায় বানরটিকে অবমুক্ত করে। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ মোফাচ্ছেল হক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা মো. তুহিনুল হক মোবাইল ফোনে এ বিষয়ে বলেন, শনিবার (২৫ মে) সন্ধ্যায় ইরায়াং ছড়ি বাজার গ্রামের বাসিন্দা লজ্জাবতী বানরটি রাস্তায় দেখতে পায়। পরে সেটিকে উদ্ধার করে স্থানীয় এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে যায়।

রেঞ্জ কর্মকর্তা মো. তুহিনুল হক আরো বলেন, লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না। রাতে চলাফেরা করে এবং খাবার খেয়ে জীবন ধারণ করে।

জানা যায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,দীঘিনালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close