বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

বাঁশখালীতে আন্তর্জাতিক  জীববৈচিত্র্য দিবস পালিত 

চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন।ছবি: প্রতিদিনের সংবাদ

‘পরিকল্পনায় অংশগ্রহণ, জীবের বৈচিত্র্য সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৬ মে) দুপুরে বাঁশখালী ইকোপার্কের হল কক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে আলোচনা সভা হয়।

শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন এর সভাপতিত্বে ও জলদি বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, অধ্যক্ষ আজিজুর রহমান, বাঁশখালী বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বনকর্মীসহ বিভিন্নস্থরের লোকজন উপস্থিত ছিলেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,বাঁশখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close