কক্সবাজার প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

বাঁকখালী নদীর মোহনায় অজ্ঞাত নারীর মরদেহ 

ছবি: সংগৃহীত

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রবিবার (২৬ মে) দুপুরের দিকে নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়া সমুদ্রসৈকত এলাকায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকতা (ওসি) মো. রকিবুজ্জামান।

জানা গেছে, দুপুরে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়া এলাকায় সমুদ্রের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্পিড বোট চালক ও স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করেন।

ওসি রকিবুজ্জামান বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি মানসিক ভারসাম্যহীন কোনো নারীর হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close