উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

প্রথম নির্বাচনেই ৩ জনের জয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে জয়ী তিনজনই এই প্রথম নির্বাচনেই প্রার্থী হয়ে জিতলেন। তিনজনই বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সেলিনা মির্জা। ভাইস চেয়ারম্যান পদে আবু সাঈদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবিতা প্লাবনী ভোটে জিতেছেন। এদের মধ্যে সেলিনা মির্জা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক ও আবু সাঈদ সরকার সদর উল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী সবিতা প্লাবনী সরাসরি কোনো দলীয় রাজনীতিতে জড়িত নেই।

জানা যায়, নির্বাচনে ৫৬ হাজার ৯৯৫ ভোটের ব্যবধানে সেলিনা মির্জা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ১৮ ভোট। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৩৫০ ভোট পেয়ে আবু সাঈদ সরকার নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সবিতা প্লাবনী ৫৬ হাজার ৯৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোট কাস্ট হয়েছে ২৭ দশমিক ১৯ ভাগ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close