reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

ধান-চাল সংগ্রহ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলা সরকারী খাদ্যগুদাম চত্বরে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন শেরপুর-১ আসনের সাংসদ আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, চেম্বার অব কর্মাসের সভাপতি আসাদুজ্জামান রওশন প্রমুখ।

উঠান বৈঠক

পটুয়াখালী প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২৯ মে আসন্ন পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাপপিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ কালাম মৃধা এর এক উঠান বৈঠক হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ইটবাড়িয়া ইউনিয়ন বাজারঘোনা বাজার এলাকায় ইউনিয়ন সমর্থক গোষ্ঠির আয়োজনে এই বৈঠক হয়। এস এম কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাপপিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ কালাম মৃধা। উপজেলা শ্রমিক লীগের সভাপতি অলিউল ইসলামের সঞ্চালনে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, পৌর আ.লীগের সভাপতি শাহজালাল খান, কৃষকলীগ সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন প্রমুখ।

আলোচনা সভা

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় আলোচনা সভা হয়েছে। একুশে পদক প্রাপ্ত প্রফেসর সায়েবা আক্তারের সার্বিক তত্ত্বাবাবধানে মামস্ ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড ওমেন্স হেলথ্ ও ফিস্টুলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত শুক্রবার উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ সভা হয়। বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মামস্ ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ্ ম্যানেজার নিতাই চন্দ্র কর্মকার, প্রাক্তন শিক্ষক ছাবেদ আলী আজাদ প্রমুখ।

ওরশ শুরু

শিবালয় প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ের নিহন্দ বাবা ফজর পাগলার ৭দিন ব্যাপী ৫৯তম ওরশ মোবারক গত শনিবার সকাল থেকে শুরু হয়েছে। এ ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাগলের আস্তানায় হাজার ভক্তরাা উপস্থিত হয়েছেন। এ ওরশ মোবারক উপলক্ষে মাস ব্যাপী গ্রাম্য মেলারও আয়োজন করা হয়েছে। প্রতিদিন রাতে বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন মাজার কমিটি। প্রতিদিন উপস্থিত ভক্তবৃন্দুদের মাঝে তোবারক বিতরন করা হচ্ছে।

ত্রৈমাসিক সভা

পাথরঘাটা প্রতিনিধি

বরগুনা জেলা নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক চিত্তরঞ্জন শীল। আলোচনায় অংশগ্রহন করেন যুগ্ম আহবায়ক সঞ্জীব দাস, সদস্য শুকরঞ্জন শীল, অশোক মজুমদার, ফজলুল করিম, গৌরাঙ্গ শিকদার শিবু, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, সাইদুল ইসলাম মন্টু ও তানিয়া সুলতানা।

স্কাউটস সভাপতি

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গোপালগঞ্জ স্বর্ণকলী উচ্চবিদ্যালয়ে শুধু সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মোট ৫৮২ ভোটের মধ্যে ২৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন যুগশিখা স্কুলের প্রধান শিক্ষক হরি শংকর বিশ্বাস। প্রতিদ্বন্দ্বী প্রার্থী পল্লী মঙ্গল ইউনাইটেট অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পেয়েছেন ২১৭ ভোট। ভোট কাস্ট হয়েছে ৪৮৮। এর মধ্যে ১০ ভোট বাতিল হয়।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close