সকালে ঢাকায় স্বস্তির বৃষ্টি
তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা হলেও স্বস্তি এনেছে বৃষ্টি। বুধবার সকালে কয়েক মিনিটের বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে রাজধানীবাসীকে।
সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। তেজগাঁও, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মৌচাকসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির পরিমাণ কোথাও কম আবার কোথাও বেশি। বৃষ্টির কারণে নগর জুড়ে স্বস্তি ফিরে এসেছে।
রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ভোর থেকেই রাজধানীর আকাশ ঢেকে যায় মেঘে। তবে ছিল না মেঘের গর্জন। ঠিক পৌনে ৭টার দিকে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি।
এমন বৃষ্টি রাজধানীবাসীর জীবনে স্বস্তি এনে দিলেও সকালে যারা বাইরে বেরিয়েছেন, তাদের কাউকে ভোগান্তিতেও ফেলেছে। বিশেষ করে সকালে জরুরি কাজে যারা ঘরের বাইরে বেরিয়েছে, তাদের ভিজতে হয়েছে বৃষ্টিতে। তবে বৃষ্টি হতে দেখে সবাই খুশি।