ক্রীড়া ডেস্ক

  ০২ মার্চ, ২০২৪

বেইলি রোডে অগ্নিকাণ্ড

সাকিব-তামিম, মুশফিকদের শোক

পরশু রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ২২ জন, এর মধ্যে ১২জনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও শোকে স্তব্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন বার্তায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ। সে সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তারা।

শোক প্রকাশের পাশাপাশি অগ্নিকাণ্ড থেকে বাঁচার পরামর্শও দিয়েছেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘বেইলি রোডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বদলাতে হবে। না হলে কখনো পরিস্থিতির পরিবর্তন হবে না।’

মুশফিকুর রহিম লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জুমা মোবারক। যারা গতকাল দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন, আসুন আমরা তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

মিরাজ শোক প্রকাশ করেছেন এভাবে, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় এরই মধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। দুর্ঘটনায় প্রাণ হারানো সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার গভীর সমবেদনা। ভয়ংকর এ অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সবার দ্রুত সুস্থতা কামনা করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close