ক্রীড়া ডেস্ক

  ২৬ মে, ২০২৪

কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে জাভিকে বিদায়

বার্সেলোনার প্রধান কোচের পদ থেকে জাভি হার্নান্দেজের বিদায়টা মোটেও ভালোভাবে হয়নি। এরপরও কাতালান পাড়ার ক্লাবটির প্রতি কোনো ধরনের রাগ, ক্ষোভ, অভিমান কিংবা অভিযোগ নেই সাবেক এ ফুটবলারের। উল্টো এ স্প্যানিশ ক্লাব এবং এর ভক্তদের ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন তিনি। ২০২১ সালের শেষদিকে বার্সেলোনার কোচের পদে বসেন জাভি। গত জানুয়ারিতে হঠাৎ দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিছুদিন আগে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। কিন্তু হুট করেই তাকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় কাতালান বোর্ড।

স্প্যানিশ লা লিগায় আগামী ২৭ মে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। আসন্ন ম্যাচটি দিয়েই শেষবারের মতো বার্সেলোনার ডাগআউটে দাঁড়াবেন জাভি। বিশ্বকাপ জয়ী এ ফুটবলার জানিয়েছেন, কোচের পদে না থাকলেও চিরদিন বার্সেলোনার সমর্থক হয়ে থাকবেন তিনি।

ইনস্টাগ্রামে জাভি লিখেছেন, ‘রবিবার থেকে বার্সেলোনার ডাগআউটে আমার পথচলা শেষ হবে। বার্সেলোনা আমার জীবন। তাই এ ক্লাব ছেড়ে যাওয়া সহজ নয়। আড়াই বছর এ ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয়।’ আমার পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। ভক্তরা আমাকে এখানে ফুটবলার হিসেবে কাটানো সময়ের মতোই ভালোবাসা দিয়েছেন। সেভিয়ার বিপক্ষে ম্যাচ থেকে আমি আরেকজন বার্সেলোনা সমর্থক হয়ে যাব।’

জাভি আরো বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সমর্থক, খেলোয়াড়, ক্লাবে কর্মরত সবাই, স্টাফ, সভাপতি, বোর্ড পরিচালক, স্পোর্টিং ডিরেক্টর, গণমাধ্যম এবং সবাই, যাদের সঙ্গে গত আড়াই মৌসুম এ পথচলা ভাগাভাগি করেছি তাদের সবাইকে ধন্যবাদ। আমার হৃদয়ের এ ক্লাবের জন্য শুভকামনা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close