দাকোপ (খুলনা) প্রতিনিধি

  ২২ মে, ২০১৯

দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্স

গরমে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীদের ভিড়

একটানা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচন্ড এই তাপদাহে খুলনার দাকোপ উপজেলার মানুষ ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। গত কয়েকদিন ধরে উপজেলা স্বাস্থ্য কম্পেপ্লেক্সে রোগিদের ভীড় বেড়েই চলছে। ৫০ শয্যা এ হাসপাতালে সিট স্বল্পতায় রোগীরা বারান্দা ও যাতাযাতপথে লম্বালম্বি ভাবে চিকিৎসা নিচ্ছেন। এখানে প্রতিদিন বাড়তি কমপক্ষে ৫০ জন রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় সরেজমিনে ঘুরে দেখা যায়, রোগিদের ভিড়ে বেড ছাড়াও বারান্দা, চলাচলের পথে কোথাও তিলধারনের ঠাই নেই। গাদাগাদি অবস্থায় রেখে স্যালাইন লাগিয়ে ডায়রিয়াসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা ১২ টা পর্যন্ত ১৮২জন রোগি টিকিট নিয়ে আউটডোরে চিকিৎসা নিয়েছে।

এ বিষয় ডা. সন্তোষ কুমার মজুমদার জানান, বেশ কয়েকদিন টানা গরম পড়ায় বাচ্চা ও বৃদ্ধদের বেশি ডায়রিয়া দেখা দিয়েছে। হাসপাতালটিতে এ উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ৪-৫টি উপজেলা থেকে রোগি এসে চিকিৎসা নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close