reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০২৪

শতাধিক পেন্সিল ভেঙে রেকর্ড

ছবি : সংগৃহীত

আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ নামের এক ব্যক্তি এক মিনিটে ১১০টি পেন্সিল ভেঙে রেকর্ড গড়লেন। ডেভিড রাশ একই সঙ্গে সর্বাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিসেবে পরিচিত।

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ২০১৯ সালে রাশ এক মিনিটে ৯৮টি পেন্সিল ভাঙার রেকর্ড করেছিলেন। তবে পরবর্তী সময়ে এই রেকর্ড বেশ কয়েকবার তাঁর হাতছাড়া হয়ে যায়। ডেভিড এরপর ১১১টি পেনসিল ভেঙে নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি নেন। তবে তাঁর স্টপওয়াচ অপারেটরে সমস্যা হওয়ায় রেকর্ডটি গড়তে পারেননি তিনি।

২০২৩ সালের ১ ডিসেম্বর রাশ ১১০টি পেনসিল ভাঙতে সক্ষম হন। সে বছর যুগ্মভাবে গিনেস রেকর্ডের অধিকারী হন রাশ। ২০২২ সালে এই রেকর্ড গড়েছিলেন রোনাল্ড সারচেইন নামের আরেক মার্কিন নাগরিক।

সবশেষ রেকর্ড গড়ার মধ্য দিয়ে ডেভিড এখন একসঙ্গে ১৬৯টি রেকর্ডের মালিক। তাঁর লক্ষ্য হলো ১৮১টি গিনেস রেকর্ডের মালিক হওয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পেন্সিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close