reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০২৪

অফিসে কাজের চাপ বেশি, গুন্ডা ভাড়া করে বসকে পেটালেন কর্মচারী

ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুর এক অফিসের দুই অধীনস্থ কর্মচারীকে কাজে বাড়তি চাপ দেওয়ায় গুন্ডা ভাড়া করে ম্যানেজারকে পিটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ম্যানেজারকে পেটানোর সেই দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তার মধ্যে এক ব্যক্তিকে ফেলে রড দিয়ে পেটাচ্ছেন কয়েক যুবক। সেই দৃশ্য রেকর্ড করা হয়েছে রাস্তায় থাকা একটি গাড়ির ড্যাশক্যামে। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, ভুক্তভোগীর নাম সুরেশ। একটি বেসরকারি ফার্মের অডিটর হিসেবে চাকরি করেন তিনি। বছরখানেক আগে ওই প্রতিষ্ঠানে ম্যানেজার পদে যোগ দিয়েছিলেন সুরেশ।

অভিযোগ রয়েছে, উমাশঙ্কর ও ভিনেশ নামে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে দ্রুত কাজ করার জন্য চাপ দিচ্ছিলেন সুরেশ। তিনি চাচ্ছিলেন, উমাশঙ্কর ও ভিনেশ যেন একদিনের ভেতর ট্রানজেকশনের কাজগুলো সম্পন্ন করে ফেলেন। এই কাজে তারা কয়েকদিন পর্যন্ত সময় নিচ্ছিলেন।

কিন্তু ম্যানেজারের বাড়তি চাপে ক্ষুব্ধ হন ওই দুই যুবক এবং এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। সে জন্য গুন্ডা ভাড়া করে সুরেশের ওপর আক্রমণ করান তারা।

এই ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close