reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুলাই, ২০২৪

বিশ্ব সাপ দিবস

আজকের দিনটি সাপের জন্য বরাদ্দ

বিশ্বে বিষধর সাপের সংখ্যা একেবারেই হাতেগোনা। ছবি : সংগৃহীত

আজ বিশ্ব সাপ দিবস। মনে প্রশ্ন আসতেই পারে, সাপের জন্য একটি দিন বরাদ্দ হলো কেন? আসলে সাপকে যতটা ভয়ংকর প্রাণী মনে করা হয়, সাপ ততটা ভয়ংকর নয়। বরং বলা যায়, খানিকটা নিরীহ প্রাণী।

বিশ্বে প্রায় ৩ হাজার ৫০০ প্রজাতির সাপ রয়েছে। সংখ্যাটা নেহাত কম নয়, তবে এর মধ্যে বিষধর সাপের সংখ্যা একেবারেই হাতেগোনা। গোবেচারা চেহারার এই সাপেদের জন্যই ১৬ জুলাই দিনটি পালন করা হয় সাপ দিবস হিসেবে।

সাপকে মানুষ ভয় পায় বলেই এই সাপ নিয়ে আছে নানা ভীতিকর গল্প-কাহিনি। কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করলেই তাকে ‘সাপ’ বলে সম্বোধন করি। এ ছাড়া সাপ সম্পর্কে আমাদের সমাজে আরো অনেক নেতিবাচক ধারণা প্রচলিত আছে।

আধুনিক যুগে গবেষকরা অসংখ্য সাপের প্রজাতি সম্পর্কে জানতে পারার আগেই, সরীসৃপটিকে প্রাচীন পৌরাণিক কাহিনিতে বহুবার পাওয়া গেছে। বিভিন্ন ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল সাপ। সনাতন ধর্মে সাপকে দেবতা মানা হয় এবং পূজা করা হয়। এ ছাড়া মিশরীয়রা সাপকে তাদের দেবতা মনে করত। যে কারণে কপালে সাপ একে রাখা, এমনকি সাপের আকৃতির নানা গয়না পরা তারা নিরাপদ মনে করত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাপ,বিশ্ব সাপ দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close