reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জুন, ২০২৪

বান্দরবানে ভিজিএফের চাল বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বান্দরবানে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ও বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলার কুহালং ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন বিনামূল্যে ভিজিএফের চাউ্ল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। এদিন পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরাসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এ সময় কুহালং ইউনিয়ন পরিষদের ৮২০ পরিবারের মাঝে ১০ কেজি করে ও বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৬২১ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভিজিএফের চাল,বান্দরবান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close