হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

  ২৬ মে, ২০২৪

রেমালের প্রভাবে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

ছবি : প্রতিদিনের সংবাদ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়ন। রোববার (২৬ মে) দুপুরে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নিম্মাঞ্চলগুলো প্লাবিত হয়। এতে গৃহবন্দী হয়ে পড়েছে এসব এলাকার মানুষ। রাতের জোয়ারে পানি বেশী হওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

দুপুরের পর থেকে উপজেলার নিঝুমদ্বীপ, সুখচর ইউনিয়নের ঢালচর, হরনী ইউনিয়নের চর ঘাসিয়া ও বয়ারচর গ্রামে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানি বৃদ্ধি পায়। জোয়ারে এলাকার দোকান ও বসতবাড়িগুলোর বেশির ভাগই ডুবে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ ও গবাদী পশু। রান্নার কাজেও বড় অসুবিধা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপের সবকটি গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। নিঝুম দ্বীপের প্রধান সড়কের উপরে দুই ফুট উচ্চতায় পানি প্লাবিত হয়েছে। ভেসে গেছে মানুষের পুকুরের মাছ। অনেক জায়গায় মানুষের বসত ঘরেও পানি ঢুকে গেছে।

এ ছাড়া চরঘাসিয়া জনতা বাজারের পল্লী চিকিৎসক ফারুক উদ্দিন জানান, বাজারের মাঠে ৩-৪ ফুট পানিতে ডুবে গেছে। চরের বিস্তীর্ণ এলাকা ৪-৫ ফুট পানিতে তলিয়ে গেছে। রাতের জোয়ারে দোকানঘরে পানি ওঠার আশঙ্কা আছে। এতে চরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল বন্ধ হয়ে গেছে।

নলচিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুছ জানান, রেমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ার হওয়ায় তলিয়ে গেছে ৯নং ওয়ার্ডের তুফানিয়া গ্রামের বেশিরভাগ অংশ। নলচিরা ঘাট এলাকার অনেক দোকান ঘরে পানি ডুকে গেছে। এতে ব্যবসায়ীরা মালামাল নিয়ে বিপাকে পড়েছেন।

ঘূর্ণিঝড় রেমাল রাতে আঘাত হানা ও ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের খবর জানিয়েছেন আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করছে হাতিয়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সিপিপির স্বেচ্ছাসেবীরা। বেড়ীর বাইরে এবং নিচু এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য জোরালো প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা জোয়ারে প্লাবিত হওয়ার বিষয়ে বলেন, নিঝুমদ্বীপের বাড়িঘরগুলোর বেশির ভাগ পানিতে ডুবে গেছে। প্লাবিত হওয়া লোকজনদের স্থানীয় আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের দোতলা ভবনগুলোতেও তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিম্নাঞ্চল প্লাবিত,হাতিয়া,রেমাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close