বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২৪

‘বেনাপোল এক্সপ্রেস’ চলবে কাল

ঢাকার গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেসে’ আগুন লাগার পর থেকে বন্ধ রয়েছে ট্রেনটি। গত শুক্রবার রাতে ওই ঘটনার পরপরই ট্রেনটির চলাচলের শিডিউল বাতিল করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার থেকে ট্রেনটি আবার চলবে। তিনি জানান, ১১ জানুয়ারি দুপুর ১টায় বেনাপোল থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরে ওইদিন রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আবার বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। বৃহস্পতিবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ হলেও সেদিন ট্রেনটি চালু করা হবে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি রাত ৯টায় ট্রেনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭১৫) ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে এ ট্রেনে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ রেলওয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close