বিনোদন প্রতিবেদক

  ০৩ এপ্রিল, ২০২৪

ইত্যাদিতে বিদেশিদের চমক!

দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয় ‘ইত্যাদি’ ম্যাগাজিনে। শুরুর দিকে বিষয়টি ১০-১২ জন বিদেশির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে কখনো কখনো তা শতকের ঘরে পৌঁছে যায়। এবারের ঈদ ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ইতালি, চীন, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, নরওয়ে, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিক। শত ব্যস্ততার মধ্যেও বিদেশিরা ছুটির দিনগুলোয় ইত্যাদির জন্য মহড়া দিয়েছেন।

কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং প্রান্তিক কৃষকদের নানা সমস্যার ওপর করা হয়েছে এবারের পর্ব। পাশাপাশি রয়েছে একটি গানের সঙ্গে নাচ। ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। যথারীতি ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close