বিনোদন প্রতিবেদক

  ২৬ মে, ২০২৪

অবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’

‘সুখের মুহূর্ত’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সারেগামাপাখ্যাত অবন্তী সিঁথি। সম্প্রতি সংগীত পরিচালক সুমন কল্যাণের স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। ‘যেখানে নেই শর্ত, জীবন জুড়ে সবকিছুতে, তুমি সুখের মুহূর্ত’। এমন কথার গানটি লিখেছেন আশিক বন্ধু।

অবন্তী সিঁথি নতুন গান নিয়ে বলেন, ‘গানটি একদম এ সময়ের। শ্রোতা এ সময়ে যেমন গান শুনতে চান, এটি তেমনই। আধুনিক সিনেমার গানের মতো বেশ সুন্দর মেলোডি কথা ও সুরের গান। গেয়ে প্রশান্তি লেগেছে। এ গানই শ্রোতা বেশ শুনবে, অনেক সাড়া পড়বে আশা করছি।’ জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ হবে। স্টুডিও ভার্সন এবং মিউজিক্যাল ফিল্ম আসছে কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close