বিনোদন প্রতিবেদক

  ১৫ জুন, ২০২৪

ঈদে সিনেপ্লেক্সে ৩ বিদেশি চলচ্চিত্র

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। প্রতিবারের মতো এবারও ঈদ ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এবার কোরবানি ঈদে বাংলাদেশি সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি আন্তর্জাতিক সিনেমা।

ঈদ উৎসবে দেশি সিনেমার প্রতিই ঝোঁক থাকে সিনেমাপ্রেমীদের। এবারও তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। এর মধ্যে ‘তুফান’সহ চারটি সিনেমার কথা শোনা যাচ্ছে ঈদে মুক্তির। নতুন খবর হলো ঈদের আগেই (১৪ জুন) দেশে মুক্তি পেয়েছে বিদেশের তিন চলচ্চিত্র। সিনেমা তিনটি আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে স্টার কর্তৃপক্ষ।

দর্শক মাতানো ‘ব্যাড বয়েজ’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা গত ৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে। নাম ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’। উইল স্মিথ ও মার্টিন লরেন্সের চমৎকার রসায়নের এ সিনেমাটি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফালাহ। কাঙ্ক্ষিত এ সিনেমাটি দেশের দর্শকদের উপহার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’ ছাড়াও অন্য দুই সিনেমা হলো, ভারতীয় বংশোদ্ভূত হলিউড পরিচালক এম নাইট শ্যামলনের কন্যা ইশানা নাইট শ্যামলন নির্মিত সুপারন্যাচারাল হরর ‘দ্য ওয়াচার্স’ এবং জাপানের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘হাইকু!! দ্য ডাম্পস্টার ব্যাটেল।’

সিনেমাগুলো দেশের দর্শকদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close