বিনোদন প্রতিবেদক

  ২৬ মে, ২০২৪

চার নারী চরিত্রে একক অভিনয়

শততম মঞ্চায়নে জ্যোতিকে সম্মাননা

মণিপুরি থিয়েটারের প্রযোজনা ‘কহে বীরাঙ্গনা’র শততম মঞ্চায়ন হতে যাচ্ছে ৩১ মে শুক্রবার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। শততম প্রদর্শনীতে নাটকের অভিনেত্রী জ্যোতি সিনহাকে সম্মাননা দেবে মণিপুরি থিয়েটার। মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে রূপায়িত এ নাটকের নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে চার নারী চরিত্রে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। তিনি বলেন, ‘যেকোনো থিয়েটার দলের জন্য কোনো প্রযোজনার শততম প্রদর্শনী করতে পারা আনন্দের। চ্যালেঞ্জিংও। শততম প্রদর্শনীতে সম্মাননা পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। দীর্ঘপথ পাড়ি দিয়ে দর্শক ভালোবেসে ক্ল্যাসিক এ নাটকটিকে এতদূর নিয়ে এসেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা।’ এ ছাড়া নাটকটিতে মঞ্চে ভাবমুদ্রা রূপায়ণে থাকবেন স্বর্ণালী সিনহা, শ্যামলী সিনহা, ভাগ্যলক্ষ্মী সিনহা, অর্থী সিনহা, মৌমিতা সিনহা, আনন্দিতা প্রমুখ। সংগীতে শর্মিলা সিনহা, বাদ্যে বাবুচান সিংহ, বিধান চন্দ্র সিংহ, অঞ্জনা সিনহা, বিধান সিংহ, সমরজিৎ সিংহ প্রমুখ। মঞ্চ ব্যবস্থাপনায় আপন, অনিমেষ, সুশান্ত, দেব, সৌম্য প্রমুখ। ২০১০ সালের ২৪ ডিসেম্বর কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব থিয়েটার স্টুডিও নটমণ্ডপে উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির। একে এক জেলা শহরে, বিভাগীয় শহরে, ঢাকায়, দেশের নানা শহরে, মফস্বলে আয়োজিত বিভিন্ন জাতীয়-আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত হয় নাটকটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close