নিজস্ব প্রতিবেদক

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইয়াও ওয়েন এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশে চীনা কোম্পানিকে ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানা স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার অনুরোধ করা হয়। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ, পয়োনিষ্কাশন প্রকল্প, সৌরবিদ্যুৎ, গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায় শক্তিশালী করতে অভিজ্ঞতা বিনিময়সহ স্থানীয় সরকার বিভাগে চীনের অর্থায়নে কী কী প্রকল্প নেওয়া যেতে পারে, সে বিষয়ও উঠে আসে আলোচনায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close