সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ২১ মে, ২০২৪

আনসারের কাঁধে ভর দিয়ে ভোট দিলেন ৯৬ বছরের বৃদ্ধ

সৈয়দপুর উপজেলার রাজ্জাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শেষ বেলায় আনসার সদস্যদের কাঁধে ভর দিয়ে ভোট দেন আব্দুল মজিদ। ছবি: প্রতিদিনের সংবাদ

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা আনসারের কাঁধে ভর দিয়ে ভোট দিয়েছেন ৯৬ বছর বয়সের আব্দুল মজিদ ওরফে মাজু। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই খুশি তিনি।

মঙ্গলবার (২১ মে) উপজেলার পৌর এলাকার রাজ্জাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শেষ বেলায় ভোট দিতে আসেন তিনি। বৃদ্ধ আব্দুল মজিদ শহরের হাতিখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।

ভোটার আব্দুল মজিদ বলেন, ‘ভোটার হওয়ার পর থেকেই আমি ভোট দিচ্ছি। এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে আমি ভোট দেওয়া থেকে বিরত থেকেছি। আজকেও আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, এ কারণে আমি অনেক খুশি।’

আব্দুল মজিদ আরো বলেন, তিনি একা চলতে পারেন না। তার নাতি ভোটকেন্দ্রে নিয়ে এসেছে। আর সেখান থেকে দুই আনসার সদস্যের সহযোগিতায় ভোট দেন তিনি।

আব্দুল মজিদের নাতি রাজু জানান, দাদা চোখে কম দেখেন, কানেও কম শোনেন। কিন্তু তার সাফ কথা ভোট দিতে হবে। তাই দাদাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে এসেছেন তিনি।

মজিদকে সহযোগিতা করা আনসার মাহমুদুল হাসান বলেন, ‘যারা অসুস্থ তাদেরকে সহযোগিতা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিচ্ছি। এই মুরুব্বি একা চলতে পারেন না, তাই আমার কাঁধে করে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীলফামারী,সৈয়দপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close