যশোর প্রতিনিধি

  ২১ মে, ২০২৪

শতবর্ষী যশোর জেলা পরিষদ রক্ষার দাবি 

যশোরের কালেক্টরেট ভবন চত্বরে সোমবার যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির নেতারা অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: প্রতিদিনের সংবাদ

যশোরের শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সব পুরোনো ভবন রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা। জেলা পরিষদসহ সব পুরোনো ভবন রক্ষার সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২০ মে) দুপুরে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির নেতারা। ইতিহাস-ঐতিহ্য ধ্বংসকারীদের নামে ‘ঘৃণা চত্বর’ স্থাপনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কমিটির সদস্যসচিব জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, সিপিবি জেলা কমিটির সভাপতি আবুল হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ অন্যরা।


  • জেলা পরিষদসহ সব পুরাতন ভবন রক্ষার সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে
  • ইতিহাস-ঐতিহ্য ধ্বংসকারীদের নামে ‘ঘৃণা চত্বর’ স্থাপনের হুঁশিয়ারি

যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ ও সচিব অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

জানা গেছে, যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ১৯১৩ সালে এই ভবনটি নির্মিত হয়। গত ৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) এক চিঠিতে ভবনটিকে অকেজো ঘোষণা করে নিলামে বিক্রির নির্দেশ দেয়। পরবর্তীতে যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে গত ১১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে এলজিআরডি মন্ত্রী বরাবর এ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন দফায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় অন্য সংগঠনগুলো।

জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘এ বিষয়ে যশোরের নাগরিক সমাজ একাধিকবার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে। ওই স্মারকলিপিগুলো মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close