চট্টগ্রাম ব্যুরো

  ২১ মে, ২০২৪

চট্টগ্রামে তিনটি কনটেইনার ডিপোতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি

চট্টগ্রামের তিনটি ডিপোতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়ন। পতেঙ্গার কাঠঘরে বেসরকারী কনটেইনার ডিপোতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এই কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা।

মঙ্গলবার থেকে ওসিএল, এসএসিএল ও ইম্পাহানি ডিপোতে এই কর্মবিরতি চলছে। এ সম্পর্কে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের (সিডিএ) সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘কর্মচারীদের ওপর হামলা হয়েছে। অনেকে মেডিকেলে আছে। এ অবস্থায় কর্মচারী কিভাবে কাজ করব? সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’

এর আগে সোমবার রাত সাড়ে ৯টা দিকে এসএসিএল ডিপোতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের সঙ্গে বৈঠক হয়। পরে রাত ১২টার দিকে কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের (সিডিএ) সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মামলার করা হবে বলেন জানান তিনি।

সিডিএ নেতা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অনেকদিন যাবত সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানী করে যাচ্ছে ডিপো কর্তৃপক্ষ। এই বিষয়ে সোমবার রাতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের সঙ্গে ডিপো কর্তৃপক্ষের বৈঠক ছিল। পরে রাত ১২দিকে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলা চালায় ডিপো কর্তৃপক্ষের লোকজন। এতে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছে অনেক মেডিকেলে ভর্তি রয়েছে।’

মোশাররফ ভূঁইয়া আরো বলেন, ‘হামলা সময় আমাদের কয়েকটা মোটরসাইকেল চুরি হয়েছে। কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করেছে। কর্মচারীদের টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে তারা। এ ব্যাপারে থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close