থানচি (বান্দরবান) প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৯

থানচিতে পিণ্ডচরণের মধ্য দিয়ে শেষ হলো বুদ্ধজীবন্যাস

বান্দরবানের থানচিতে পিন্ডচরণের মধ্য দিয়ে শেষ হয়ে গেলো বুদ্ধজীবন্যাস অনুষ্ঠান। গতকাল শুক্রবার সকালে মৈত্রী শিশু সদনে দায়ক-দায়িকাদের আয়োজনে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডচরণ ও বুদ্ধজীবন্যাস অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠান ১ম পর্বে বুদ্ধজীবন্যাস এর পরে বাজার প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করে পিন্ডচরণ করা হয় এবং ২য় পর্বে সংঘের দানও পূজারী উদ্দেশ্যে ধর্মদেশনা দেওয়া হয়।

মৈত্রী শিশু সদনে পরিচালক ওয়িসারা ভিক্ষু সভাপতিত্বে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ আচারিয়া ভিক্ষু। আরও উপস্থিত ছিলেন থানচি হেডম্যান পাড়া বিহার অধ্যক্ষ বিশুদ্ধ মহাথের, আইলমারা পাড়া ধম্মাজায়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ জ্ঞানশ্রী মহাথের, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ),মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংসা ম্রোসহ বিভিন্ন পাড়ার দায়ক-দায়িকারা। এছাড়া দূরদূরান্ত এলাকা থেকে আগত বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘরাও উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close