চট্টগ্রাম ব্যুরো

  ০৪ মে, ২০২৪

কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কালুরঘাট সেতুতে সামুদা-১ নামের একটি লাইটারেজ জাহাজের ধাক্কার ঘটনায় মামলার পর তিন নাবিককে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গত বৃহস্পতিবার কালুরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাবিকরা হলেন- জাহাজে কর্মরত কোয়ার্টার মাস্টার ফেরদৌস রহমান (২৪), সুকানি ইয়ামিন মোল্লা (২১) ও গ্রিজার শাহাদাত হোসেন (২১)।

জানা যায়, গত ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরের দিকে এমভি সমুদা-১ নামের লাইটারেজ জাহাজটি ভারসাম্য হারিয়ে কালুরঘাট সেতুতে আঘাত করে এবং সেতুর সঙ্গে আটকে যায়। জাহাজের মাস্টারের অনুপস্থিতিতে কোয়ার্টার মাস্টার সেটি ডকইয়ার্ডে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় জাহাজটি জব্দ করে নৌ-পুলিশ।

এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু বিভাগের উপ সহকারী প্রকৌশলী লিমন মজুমদার বাদী হয়ে চট্টগ্রামের জিআরপি থানায় মামলা করেন। এতে সেতুর ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close