মাগুরা প্রতিনিধি
২২ মে, ২০২৪
উঠানে বাবার রক্তাক্ত মরদেহ, আটক ২
মাগুরায় সদর উপজেলায় হাফিজার লস্কার নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।
গতকাল মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার সহ এ ঘটনায় হারুন ও ফারুক নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে। গত সোমবার রাতে সদর উপজেলার বড়খড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে তামিম লস্কার জানান, বাবা হাফিজার লস্কার রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লে বাড়ির অন্যান্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরের দিকে উঠোনের বাবার রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতার জেরে রাতের কোনো এক সময় বাবাকে হত্যা করা হতে পারে বলে জানান তিনি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশি দুই যুবককে আটক করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন