ক্রীড়া ডেস্ক

  ০১ মে, ২০২৪

দলের মনোভাব নিয়ে সন্তুষ্ট জাভি

লেভার হ্যাটট্রিকে বার্সার জয়

দুর্দান্ত এক রাত কাটালেন রবার্ট লেভানডফস্কি। পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে ভর করে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। এ জয়ের মধ্য দিয়ে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ফিরে এসেছে কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে রবার্ট লিওয়ানদোস্কির হ্যাটট্রিকে লা লিগায় সোমবার ১০ জনের ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। এই জয়ে কাতালান জায়ান্টরা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে একটু আগে-ভাগেই শিরোপা জয় উদযাপনে বাধা হয়ে দাঁড়াতে পেরেছে। লস ব্লাঙ্কোসরা এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ। নিজ মাঠে ফারমিন লোপেজের গোলে এগিয়ে যায় স্বাগতিক বার্সেলোনা। স্ট্রাইকার হুগো ডুরোর গেলে সমতায় ফেরার পর পেপেলু স্পট কিক থেকে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। হ্যান্ডবলের কারনে প্রথমার্ধের শেষভাগে ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গিও মামারডাশভিলি লাল কার্ড দেখে মাঠত্যাগ করেন। বিরতির পরপরই লিওয়ানদোস্কি বার্সাকে সমতায় ফেরানোর পর ম্যাচের শেষদিকে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেছেন।

গত মঙ্গলবার সারা দিনই বার্সেলোনায় বৃষ্টি হয়েছে, যে কারণে অলিম্পিক স্টেডিয়ামে দর্শকসংখ্যাও খুব বেশি হয়নি। সব মিলিয়ে মাত্র ৩০ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে ক্লাসিকোয় রিয়ালের কাছে পরাজয়ও দর্শকদের স্টেডিয়াম না আসার একটি কারণ হতে পারে। এই ম্যাচে পরাজিত হয়ে বার্সেলোনা কার্যত শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে। তবে যারা মাঠে উপস্থিত ছিলেন একটি আকর্ষণীয় ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। বার্সা কোচ জাভি হার্নান্দেজ আগামী মৌসুমেও দলের সঙ্গে থাকছেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের পর গত মঙ্গলবারই প্রথম মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি বলেছেন, ‘আমি মনে করি পুরো দল ভালো খেলেছে। আমাদের মধ্যে প্রশান্তি ছিল না। কিন্তু দলের মনোভাব নিয়ে আমি সন্তুষ্ট।’

আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলের লড়াইয়ে টিকে থাকা টেবিলের অষ্টম স্থানে থাকা ভ্যালেন্সিয়া শুরুতেই নিজেদের সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে। হুগো ডুরোর ফ্লিক মার্ক-আন্দ্রে টার স্টেগান রুখে দেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা উইঙ্গার পিটার ফেডেরিকোর শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২২ মিনিটে অবশ্য লিড নেয় বার্সেলোনা। রাফিনহার ক্রস থেকে লোপেজের হেডে বার্সেলোনা এগিয়ে যায়। টার স্টেগানের ভুলে দ্রুতই অবশ্য সমতায় ফিরে ভ্যালেন্সিয়া। বক্স থেকে বেরিয়ে এসে একটি লম্বা বল ইন্টারসেপ করতে গিয়ে টার স্টেগান ভুল করে বসেন। এই সুযোগে ডুরো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ালে ২৭ মিনিটে সমতায় ফেরে সফরকারীরা। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড পাওয়া রোনাল্ড আরাউজো ডি বক্সের ভেতর ফেডেরিকোকে ফাউল করলে পেনাল্টি উপহার পায় ভ্যালেন্সিয়া। মিডফিল্ডার পেপেলু ৩৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে লস চে’দের এগিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে ভ্যালেন্সিয়া গোলরক্ষক মামারডাশভিলি বক্সের বাইরে এসে বল নিয়ন্ত্রণে নিতে গেলে তা লামিন ইয়ামালের কাছে চলে যায়। ইয়ামাল মামারডাশভিলিকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাবার সময় জর্জিয়ান এই গোলরক্ষক হাত দিয়ে বলে স্পর্শ করে বসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close