ক্রীড়া ডেস্ক

  ২১ মে, ২০২৪

রিয়ালের হোঁচটের রাতে বার্সার জয়

তিন গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। গত রবিবার রাতে ৮ গোলের থ্রিলার ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে অবিশ্বাস্য ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ভিয়ারিয়ালের মাঠে রিয়াল ড্র করেছে ৪-৪ গোলে। তাদের হোঁচটের রাতে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। রিয়াল ৪টি গোলই করেছে বিরতির আগে। জোড়া গোল করেন ‘তুর্কি মেসি’খ্যাত আর্দা গুলের। অন্য গোল দুটি হোসেলু ও লুকাস ভাসকুয়েজের। ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভিয়ারিয়াল। বিরতির পর রীতিমতো গা-ঝাড়া দিয়ে ওঠেন স্বাগতিকরা। এ অর্ধে ৩ গোল করেন তারা।

অবিশ্বাস্য হলেও সত্যি, ভিয়ারিয়ালের ৪টি গোলই করেছেন আলেক্সান্ডার সোরলোথ। ৫৬ মিনিটে শেষ হয় দুদলের গোল উৎসব। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে এটা রিয়ালের সপ্তম ড্র। ভিয়ারিয়ালের দশম। অবশ্য এ ড্রয়ে তেমন ক্ষতি হয়নি রিয়ালের। কেননা ৪ রাউন্ড বাকি থাকতেই লিগ ট্রফি নিশ্চিত করেছে তারা। ৩৭ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে দুইয়ে থাকল গত মৌসুমের শিরোপাধারী বার্সা। এদিন রাতে অবশ্য রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩ মিনিটেই রবার্ট লেভানডফস্কির গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোড়া গোল করেন রদ্রি। রিয়ালর জন্য লিগের অন্য ম্যাচটাও আনুষ্ঠানিকতার। কেননা তাদের সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ বলতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আগামী ১ জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী মাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close