ক্রীড়া ডেস্ক

  ১৪ মার্চ, ২০২৪

সেই বাতিল বার্সা দেখাল ক্যারিশমা

স্বস্তি, উচ্ছ্বাস, গর্ব, সবই আছে জাভি হার্নান্দেসের। তবে সবকিছু ছাপিয়ে ক্ষোভের প্রকাশটাই যেন বেশি তার কণ্ঠে। বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল তার দলকে। চ্যাম্পিয়ন্স লিগের তামাশাও বলা হয়েছিল তাদের। এখন ইউরোপ সেরার মঞ্চে শেষ আটে পা রাখার পর সেই সমালোচকদের পাল্টা জবাব দিতে ভুললেন না বার্সেলোনা কোচ। এবার গ্রুপ পর্ব উতরে শেষ ষোলোর বাধা টপকে স্বাভাবিকভাবেই উল্লসিত জাভি হার্নান্দেস। এ ম্যাচে দলের পারফরম্যান্সে তেমন কোনো ঘাটতি চোখে পড়েনি কোচের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মঙ্গলবার ঘরের মাঠে বার্সেলোনা ৩-১ গোলে হারায় নাপোলিকে। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় তারা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।

আমি খুবই খুশি। ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে পরিপূর্ণ এক পারফরম্যান্স ছিল এটি, মৌসুমের সেরা প্রদর্শনীগুলোর একটি। দল নিজেদের উজাড় করে দিয়েছে এবং ম্যাচের বেশিরভাগ সময় দাপট ছিল আমাদেরই। আমরা দেখিয়েছি যে, ইউরোপে আমরা লড়াই করতে পারি এবং মহাদেশীয় লড়াইয়ের সেরা আটে জায়গা করে নিতে পারি। দল নিয়ে আমি সত্যিই গর্বিত- তরুণ, অভিজ্ঞ, সবাইকে নিয়ে। সময় এখন উপভোগের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close