ক্রীড়া ডেস্ক

  ২২ মে, ২০২৪

চমক দিয়ে অবসরের ঘোষণা টনি ক্রুসের

সবাইকে চমকে দিয়ে ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার ইতি টেনে দিলেন টনি ক্রুস। কেবল রিয়াল মাদ্রিদে নয়, আর কোথাও খেলতে দেখা যাবে না জার্মানির বিশ্বকাপজয়ী অভিজ্ঞ এ মিডফিল্ডারকে। নিজ দেশে অনুষ্ঠেয় আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর বুটজোড়া তুলে রাখবেন বলে জানান তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের স্বীকৃত অ্যাকাউন্টে পেশাদার ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্রুস। স্প্যানিশ পরাশক্তি রিয়ালের সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ক্রুসের। তিনি চুক্তি নবায়ন করবেন কিনা তা নিয়েই আলোচনা চলছিল গত কিছুদিন ধরে। গুঞ্জন ছিল, আগামী মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে থেকে যাবেন তিনি। কিন্তু বিস্ময় জাগিয়ে আবেগঘন বার্তায় বর্ণাঢ্য ক্যারিয়ারেরই সমাপ্তি টেনে দিয়েছেন ৩৪ বছর বয়সি এ তারকা। ইন্সটাগ্রামে দেওয়া বিবৃতিতে ক্রুস রোমন্থন করেছেন রিয়ালে তার প্রথম দিনটির স্মৃতি, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদে আমাকে অভ্যর্থনা জানানোর দিন ছিল। ওই দিনটি আমার জীবনকে বদলে দিয়েছে, যতটা না একজন ফুটবলার হিসেবে, তার চেয়ে বেশি একজন ব্যক্তি হিসেবে। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আমার একটি নতুন অধ্যায়ের সূচনা।’ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি, ‘১০ বছর পর সেই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। আমি সেই উদ্ধত সফল সময়কে ভুলব না। নির্দিষ্ট করে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে, যারা আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিলেন খোলা হৃদয়ে এবং আস্থা রেখেছিলেন আমার ওপর। তবে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মাদ্রিদের সমর্থকদের, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাকে ভালোবাসার জন্য। অবসরের ঘোষণার জন্য বর্তমান পরিস্থিতিকে উপযুক্ত মনে করছেন ক্রুস, ‘এ সিদ্ধান্তের অর্থ হলো, এ গ্রীষ্মে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ার শেষ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close