মহিউদ্দিন বিন জুবায়েদ

  ১৮ জুন, ২০২২

আষাঢ় মাস

দেখি দূর দিগন্তে আকাশ নীলে

মেঘের আনাগোনা...

দেখি ধানি জমি শূন্যে খাঁ-খাঁ

নাড়ার শস্য বোনা।

আমি যাই হারিয়ে বিহান বেলা

পাখির কণ্ঠ সুরে...

আমি ফুলের পাপড়ি মুষ্টি করে

বেড়াই ঘুরে ঘুরে।

হঠাৎ আকাশ ঘিরে বৃষ্টি ঝরে

কলমিলতার কানে...

হঠাৎ ভেজা হাওয়া শীতল করে

কষ্ট জমা প্রাণে।

হায় রে উদাসী মন নীলে মিশে

কেমন-কেমন করে...

হায় রে আষাঢ় মাসে কদমফুলে

বৃষ্টি ঝরে পড়ে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close