সোমা মুৎসুদ্দী

  ২০ এপ্রিল, ২০২৪

দাদু যখন গল্প বলে

দাদু যখন গল্প বলে

মন দিয়ে তা শুনি

মনের মাঝে দাদু হব

স্বপ্ন তখন বুনি।

আমার সঙ্গে স্কুলে রোজ

দাদু হেঁটে চলে

দাদুর ছোটবেলার কথা

স্মৃতির মাঝে বলে।

আমিও জানি দাদু হব

অনেক বছর পরে

আমার মতো একটি নাতি

থাকবে তখন ঘরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close