মাহমুদা জিয়াসমিন

  ২০ এপ্রিল, ২০২৪

নিত্য ফোটা ফুল

আমি চিনি লাল গোলাপ আর

টগর, পলাশ, জুঁই

লজ্জাবতী লজ্জা যে পায়

যখন আমি ছুঁই।

কৃষ্ণচূড়া, শিমুল, জবা

লাল টুকটুক তারা

কাঠগোলাপ আর বেলিফুলও

সদায় পাগলপারা।

হলুদরঙে কদম সাজে

সাজে সূর্যমুখী

হাসনা হেনার হাসি দেখে

দুঃখগুলো রুখি।

গাদা ফুলের মালা পরে

সাজাই মাথার চুল

দেখতে আমি বেড়াই ঘুরে

নিত্য ফোটা ফুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close