আদিবা তাবাসসুম

  ২০ এপ্রিল, ২০২৪

পাখি হওয়ার ইচ্ছে

হতাম যদি অচিন পাখি

যেতাম আকাশ নীলে

ইচ্ছেমতো উড়ে যেতাম

নদী ও খাল বিলে।

ইচ্ছে হলে আবার যেতাম

সমুদ্রের ওই পারে

মন খারাপে ছুটতাম আমি

লাল পাহাড়ের ধারে।

থাকত না আর বাধা কোথাও

যেতাম ইচ্ছে যেথা

সবকিছু স্মৃতির পাতায়

লিখতাম আমি সেথা।

পাখি হওয়ার ইচ্ছেটা তাই

বাঁধছে মনে বাসা

ইস! যদি হায়-পূরণ হতো

আমার এসব আশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close