খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৫ এপ্রিল, ২০২৪

জালিয়াপাড়ার ১২০ পরিবারের পেল সহায়তা 

ছবি: প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়িতে সুবিধা বঞ্চিত ১২০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেছে সিন্দুকছড়ি জোন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন জালিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা হিসেবে দরিদ্র পরিবারের মধ্যে চার্জার ফ্যান, ঘর নির্মাণে ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, শাড়ি, স্থানীয় ক্লাব ও স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী দেওয়া হয়েছে।

সহায়তা তুলে দেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা। সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ দিয়ে জোন কমান্ডার বলেন, সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close