মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২৬ এপ্রিল, ২০২৪

মুন্সীগঞ্জে ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি

ছবি : প্রতিদিনের সংবাদ

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এবং এসডিজি অর্জনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এবং বুধবার দুই দিন ব্যাপী মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন কলেজ, স্কুল ও পাড়া মহল্লায় বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন গাজী সাগরের নেতৃত্বে সরকারি হরগঙ্গা কলেজে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।

অপরদিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ ও মধ্য কোটগাও এলাকায় বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করেন। এ সময় ছাত্রলীগ নেতা গাজী রাফসান সাহাব, সাদিক উল ইসলামসহ শহর ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নিদর্শনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে এবং SDG অর্জনের লক্ষ্যে ঘোষিত ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এই কর্মসূচি পালন করে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃক্ষ রোপন কর্মসূচি,ছাত্রলীগ,মুন্সীগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close