বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৫ মে, ২০২৪

পাল্টাপাল্টি অভিযোগ

বেলকুচিতে টাকা দিয়ে ভোট দাবি, নইলে বাধা

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ‘কালো’ টাকা ছড়ানো ও ভোটারদের নির্ভয়ে ভোটপ্রদানে বাধা দেওয়ার অভিযোগ করেছেন (দোয়াত কলম) মার্কার প্রার্থী আমিনুল ইসলাম সরকার। রবিবার (৫ মে) দুপুরে বেলকুচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম সরকার বলেন, ‘মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকিরের কর্মীরা ভোটারদের তাদের প্রতীকের বাইরে ভোট দিলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এছাড়া বদিউজ্জামান ফকির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে ‘কালো’ টাকা ছড়াচ্ছেন।’

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম সরকার আরো বলেন, নির্বাচনী প্রচারে বদি ফকিরের কর্মীরা তাদের কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে। গত শনিবার রাতে প্রায় এক ট্রাক ভর্তি টাকা তারা বেলকুচিতে নিয়ে এসেছে। ভোট কিনতে ও নানা প্রলোভন দিয়ে তারা ভোটারদেরকে বিভ্রান্ত করছেন।

এছাড়া বিভিন্ন নির্বাচনী প্রচারে এক ভোট পেলেও নির্বাচিত হবে এমন বক্তব্য দিয়ে গুজব ছড়াচ্ছেন। এছাড়া দোয়াত কলম প্রতীকের প্রচারে তাদের কর্মীদের সরে যাবার জন্য হুমকি দিয়ে আসছেন। এ সকল বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকির এ বিষয়ে বলেন, ‘আমার প্রতিপক্ষ দোয়াত কলমের প্রার্থী আমিনুল ইসলাম সরকার আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তার দলের নেতাকর্মীরা হামলা করে আমার দলের নেতাকর্মীদের আহত করেছে। এই বিষয়ে আমি থানায় মামলা করেছি ও নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। এছাড়া কালো টাকা আমি না, কালো টাকা ছড়াচ্ছেন তিনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ দিলখুশ আলী প্রামানিক, বাংলাদেশ পাওয়ার লুম ও হ্যান্ডলোম অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান, জেলা পরিষদের সদস্য আলামিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার রহমান শিপনসহ প্রমুখ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বেলকুচি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close