ফরিদপুর প্রতিনিধি

  ২৫ এপ্রিল, ২০২৪

ফরিদপুর

চালক-যাত্রীদের শরবত পান করালো হাইওয়ে পুলিশ

ফরিদপুরে রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বৃহস্পতিবার চালক-যাত্রীদের ঠাণ্ডা শরবত পান করায় হাইওয়ে পুলিশ। ছবি: প্রতিদিনের সংবাদ

ফরিদপুরে প্রচণ্ড তাপপ্রবাহে তৃষ্ণার্তদের ঠাণ্ডা লেবুর শরবত পান করিয়েছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় বিভিন্ন যানবাহনের চালক, তার সহকারী (হেলপার), যাত্রীসহ চার শতাধিক মানুষকে এই শরবত পান করানো হয়। এতে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মাদারীপুর রিজিয়ন) মোহাম্মদ ফরহাদ। তাপপ্রবাহ চলাকালে প্রতিদিনই বিভিন্ন স্থানে এ উদ্যোগ চালু রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় দেখা গেছে, বৃহস্পতিবার মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের গ্রীষ্মের প্রখর রৌদ্রে ঠাণ্ডা লেবুর শরবত পান করিয়ে খানিকটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। চার শতাধিক মানুষকে ঠাণ্ডা শরবত পান করানো হয়।

মোটরসাইকেলচালক জাকির হোসেন বলেন, ‘ফরিদপুর শহর থেকে কাজ শেষে বোয়ালমারী যাচ্ছিলাম, পথে রাজবাড়ী রাস্তার মোড়ে হাইওয়ে পুলিশের শরবত পান করে বেশ স্বস্তি পেলাম। এটি একটি মানবিক কাজ।’


  • সড়কে চার শতাধিক তৃষ্ণার্ত ঠাণ্ডা লেবুর শরবত পান
  • তাপপ্রবাহে প্রতিদিনই বিভিন্ন স্থানে চালবে এই উদ্যোগ

বাসচালক কবির শেখ বলেন, ‘এই তীব্র গরমে বাড়িতেই স্বস্তি পাওয়া যায় না। তবু কী করব! পেটের দায়ে গাড়ি চালাতে হয়। চলতি পথে হাইওয়ে পুলিশের লেবুর ঠাণ্ডা শরবত পান করে বেশ ভালো লাগলো।’

ট্রাকচালক খবির মোল্লা বলেন, ‘তীব্র রোদে গলা-বুক শুকিয়ে একাকার। এ পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ গাড়ি থামিয়ে ঠাণডা শরবত পান করে বেশ ভালো লাগলো। এটি একটি প্রশংসনীয় কাজ।’

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ বলেন, ‘তীব্র তাপদাহে জনমনে একটু হলেও প্রশান্তি দিতে ঠাণ্ডা শরবত পান করানো হচ্ছে। মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীসহ চার শতাধিক মানুষকে শরবত পান করানো হয়। তাপপ্রবাহ চলাকালে প্রতিদিনই বিভিন্ন স্থানে এ উদ্যোগ চালু রাখা হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close