আলমগীর কবির
২০ এপ্রিল, ২০২৪
দস্যি ছেলের দস্যিপনা
সকালবেলা বের হয়েছি
হয়নি যাওয়া ইশকুলে আজ,
বনের পাখি বন্ধু হলো
মাঠের কাছে শিস ভুলে আজ!
মাছের খোঁজে ডোবায় নামি
ধুলো কাদা সারা গায়ে,
আসার সময় হয়ে এলো
হাঁটতে থাকি ভীরু পায়ে!
পুকুর দেখে জলে নামি
কোথাও খানিক না দাঁড়িয়ে,
দেখি গাছের ডাল হাতে এক
কে পিছে কে? মা দাঁড়িয়ে!
মায়ের মধুর বকা খেয়ে
বাড়ি ফিরি মায়ের আগে,
কাতল মাছের বড় টুকরো
আজ চলে যায় ভায়ের ভাগে!
অভিমানে বুক ভেঙে যায়
মা সবই তা লক্ষ করেন,
পাতে মাছের মাথা দিয়ে
দস্যি ছেলের পক্ষ ধরেন!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন