আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২৫ এপ্রিল, ২০২৪

আমতলী উপজেলা নির্বাচন

ভোট দিতে টাকা না নেওয়ায় নারীকে কুপিয়ে জখম, অভিযোগ 

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে টাকা না নেওয়ায় কুলসুম বেগম নামের এক ভোটারকে হাত পা ও পেটে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া উঠেছে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলী গ্রাম এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কুলসুম বেগম (৩০) দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের বেলাল হাওলাদারের স্ত্রী।

জানা যায়, আগামী ২৮ এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোতাহার উদ্দিন মৃধার ঘোড়া মার্কার সমর্থক কুলসুম। বৃহস্পতিবার দুপুরের দিকে মুখোশ পরা দুজন দুর্বৃত্ত কুলসুমের বাড়িতে ঢুকে অপর চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার (অটোরিকশা) মার্কায় ভোট দেওয়ার জন্য ৫ হাজার টাকা সাধেন। কিন্তু কুলসুম ওই টাকা নিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা কুলসুমের হাত-পা ও পেটে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দৌড়ে চলে যায়। পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুলসুমের হাত-পা ও পেটে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরগুনা,আমতলী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close