দীপক বড়ুয়া
২০ এপ্রিল, ২০২৪
রাজকন্যা
রাজকন্যা নোরা মনির
ঘুম চোখে আজ নেই,
দাদুর সাথে ছবি তুলে
ছুটছে নিমিষেই!
স্বপ্নে ঘুরে নীল আকাশে
একটি তারার সাথে,
ধ্রুবতারা নামটি তাহার
ঘুমায় না সে রাতে!
নোরা মনির হাতটি ধরে
যাচ্ছে রাঙামাটি,
হাওয়ায় গাড়ি, নেই তো ডানা
দৌড়ায় পায়ে হাঁটি!
পথের মুখে পাহাড় সাগর
নেই শক্ত ব্রিজ,
ভয়ে ভয়ে খুব সাজে তাই
নিথর স্তব্ধ ফ্রিজ!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন