রফিকুল নাজিম
২০ এপ্রিল, ২০২৪
দস্যি খোকা
ঘোড়ায় চড়ে ধুলোর ঝড়ে
ছুটছে খোকা বাবু,
নরপশুর দলকে এবার
করতে হবে কাবু।
খোকার পেশিশক্তি বেশি
একাই পারে মারতে,
দৈত্য দানব খোকার ভয়ে
ছুটছে রাজ্য ছাড়তে।
এসব দেখে প্রজাপতি
ওড়ে খোকার পাশে,
আড়াল থেকে সূর্যমামা
মিষ্টি করে হাসে।
খোকা নামটি শুনলে ভয়ে
লুকায় দুষ্টু প্রাণ,
দিগি¦জয়ী খোকার নামেই
চলছে নানা গান।
খোকা এলো খোকা এলো
রাজ্যে পড়ল সাড়া,
সেই খোকাটি ঘুমায় যবে
ঘুমায় সাথে পাড়া।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন