মহানগর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৪ অক্টোবর, ২০১৯

ময়মনসিংহ ও কুড়িগ্রামে লাশের খণ্ড

ঘটনা পরিকল্পিত : পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও হতে পারে

ময়মনসিংহ ও কুড়িগ্রাম থেকে খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ডোবায় একজনের দেহ থেকে বিচ্ছিন্ন হাত, একটি পা ও মাথা এবং গত সোমবার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ এলাকার একটি পুকুর পাড় থেকে অন্য আরেকটি পা উদ্ধার করে পুলিশ। এদিকে গত সোমবার ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকার শম্ভুগঞ্জ ব্রিজের কাছে একটি ব্যাগ থেকে একজনের হাত-পা-মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। কাছাকাছি সময়ে উদ্ধার হওয়া লাশের সব খ-াংশ একই ধরনের পলিথিন ও কালো সুতা দিয়ে প্যাঁচানো থাকায় পুলিশের ধারণা দুই জায়গায় পাওয়া লাশের অংশগুলো একই ব্যক্তির হতে পারে। অথবা পুলিশকে বিভ্রান্ত করার জন্য ঠা-া মাথার খুনিরা পরিকল্পনা করে এভাবে একাধিক স্থানে লাশের অংশবিশেষ ফেলে রাখতে পারে। এ বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ময়মনসিংহে লাগেজের ভেতর থেকে উদ্ধার হওয়া ব্যক্তির দেহাংশের সঙ্গে কুড়িগ্রামে উদ্ধার হওয়া অঙ্গগুলোর যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে সেগুলো মিলিয়ে তার পরিচয় জানারও চেষ্টা করা হচ্ছে। পরিচয় পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে এসব খ-িত দেহের সঙ্গে উদ্ধার হয়েছে নারীর ব্যবহৃত জিনিসপত্র। ময়মনসিংহে লাগেজে ছিল নারীর পোশাক ও কুড়িগ্রামে খ-িত অংশের সঙ্গে পাওয়া যায় একটি লুঙ্গি, গেঞ্জি ও নারীদের ব্যবহৃত হাতব্যাগ। নারী সংশ্লিষ্ট ঘটনায় প্রতিশোধমূলক এই নৃশংস হত্যাকান্ড ঘটে থাকার বিষয়টিও মাথায় রাখছে পুলিশ। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, কোনো নারী সংক্রান্ত ঘটনায় এই নৃশংস হত্যাকা-টি সংঘটিত হয়েছে কি না কিংবা হত্যাকা-ে পুলিশের নজর ভিন্ন দিকে নিতে হত্যাকারীরা লাশটিকে খ-িত করে পৃথক স্থানে ফেলার পাশাপাশি নারীর পোশাক-ব্যাগ ব্যবহার করতে পারে। তাই সব ধরনের সম্ভাবনা যাচাই করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close