ঢাবি প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

সর্বজনীন পেনশন স্কিম

বাতিল দাবি ঢাবি শিক্ষক সমিতির

সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং এ প্রজ্ঞাপন বাতিল দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেনশন স্কিম বাতিলের দাবিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় লাগাতার কর্মসূচি চলমান রয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন, অবস্থান ও কর্মবিরতির মতো কর্মসূচি পালন করছেন। একই দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চলতি বছরের ১৩ মার্চ সর্বজনীন পেনশন স্কিমে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার পর ১৯ মার্চ তা প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষক সমিতি। এরপর ৩ এপ্রিল এক সভায় এ নীতি প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানানো হয়। নীতি বাতিল না করায় ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দাবির পক্ষে ঢাবি শিক্ষকদের স্বাক্ষর গ্রহণ করা হয়। এতে ১০৬১ জন শিক্ষক পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের পক্ষে স্বাক্ষর করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close